হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার বড় বাজারে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর সার্বিক সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্ব বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারে আলুসহ বিভিন্ন পণ্যের বাজার মূল্যের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আইন ভঙ্গের অপরাধে কয়েক জন ব্যবসায়ীকে জরিমানাসহ সরকার নির্ধারিত যোক্তিক মূল্যে আলুসহ সকল পণ্য ক্রয়/বিক্রয়ের জন্য অনুরোধ করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন এন ডি সি মোঃ আমজাদ হোসেন, জেলা মার্কেটিং অফিসার মোহাঃ সহিদুল ইসলাম, জেলা পুলিশের একটি চৌকস টিম, জেলা দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা বড় নিচের বাজারের কাচামাল সমিতির সভাপতিসহ সদস্যগণ
Leave a Reply