নড়াইলের লোহাগড়া পৌর শহরের রামপুর এলাকায় নিরিবিলি পিকনিক স্পট গেটের সামনে মহাসড়কে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শুভ নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুভ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের ইমরান শেখের ছেলে।
এবং একই গ্রামের লেফটেন ফকিরের ছেলে রাব্বি গুরুতর আহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭:৩০ এর সময় এ দুর্ঘটনা ঘটে। বাকি ২ জন আরোহী হলেন,স্বামী-স্ত্রী। স্বামী আহত কামাল ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের দরবেশ শেখের ছেলে ও তার স্ত্রী গুরুতর আহত হয়।
দুর্ঘটনায় কামালের ডান পার গুড়ালু থেকে কেটে পড়ে যায়।এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাব্বিকে যশোর ২৫০ সহ্যা হাসপাতালে প্রেরণ করেন এবং কামালকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের শুভ এবং একই গ্রামের রাব্বি এবং তাদের আরো একজন বন্ধু একটি মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নিজগ্রাম ধোপাদহ যাচ্ছিলেন এ সময় নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা আর একজন মোটরসাইকেল আরোহী কামালের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলাই মারা যান শুভ। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ শুনে পুলিশ পাঠিয়েছি এবং যে মারা গেছেন তাকে লোহাগড়া থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। কোন পক্ষের অভিযোগ থাকলে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply