।
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শিশুবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতা ইমাম, কাজী ঘটকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারীতে এসিডির আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন বিনোদপুর জামে মসজিদের ঈমাম মজিবুর রহমান মাস্টার।
এসিডির প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক নুরতাজ আলম ।এসিডির কমিউনিটি মোবিলাইজার মো. সামীম রেজা ও শহিদুল ইসলাম সহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদের ইমাম, কাজী ও ঘটক এবং কিশোর-কিশোরী ফোরামের সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায়, শিশুবিয়ে নিরোধ আইন-২০১৭ অনুযায়ী শিশুবিয়ে সংজ্ঞা, শিশু বিয়ে কারণ ও কুফল, শিশু সুরক্ষার নীতিমালা বিষয়ে আলোচনা, করোনা সংক্রমণকালীন সময়ে শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা, শিশু বিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা এবং মাদক পাচার প্রতিরোধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।সভায় ঈমামগণ মসজিদে মসজিদে এবং এলাকায় শিশু বিয়ের কূফল ও প্রতিরোধ তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply