মাগুরা সংবাদদাতা: গত ১০ অক্টোবর তারিখে সারাদেশে বিএনপি আয়োজিত ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা বিএনপি অফিসের সামনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমুহ উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে এবং উক্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় কিন্তু ১২ই অক্টোবর হঠাৎ করে ছাত্রলীগের এক নেতা মাগুরা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় নেতৃবৃন্দের নামে অহেতুক বিদ্বেষ ও হয়রানিমূলক বিশেষ ক্ষমতা আইনে সম্পূর্ণ একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু জানান । তিনি আরো বলেন “আমি মাগুরার সুধীসমাজ, সংবাদিক, জেলা প্রশাসক পুলিশ প্রশাসনের প্রতি আবেদন জানাবো সঠিক তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে এই দায়েরকৃত মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে নেবার জন্য আহ্বান জানাচ্ছি”। উল্লেখ্য এই মামলায় ছাত্রদল নেতা রহিম, সবুজ, রাব্বি, যুবদল নেতা কল্লোল, স্বেচ্ছাসেবকদলের নেতা শামীম, জাহিদ ও জাতীয়তাবাদী দলের নেতা কুতুবউদ্দিন, কিজিল খান ও তুষার বিশ্বাস সহ মোট ১৮ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
Leave a Reply