
আরিফুর রহমান মাদারীপুরঃ জাতীয় যুব সংগতির মাদারীপুর জেলার উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় মাদারীপুর শহরের ডিসির ব্রিজ এলাকায়, জাতীয় যুব সংগতির মাদারীপুর জেলার উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আজ নারী নির্যাতন,ধর্ষণ এমন হারে বেড়েছে যা আর বলার অবকাশ থাকে না। আজ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ধর্ষণ প্রতিরোধে আন্দোলনের ঝড় উঠেছে এমতাবস্থায় সরকারের প্রয়োজন দ্রুত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- বাস্তবায়ন করে বাংলাদেশ কে কলঙ্কমুক্ত করা। এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন রাখেন । জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক বেলায়েত হোসেন মোল্লা, আব্দুর রব খান .সদস্য সচিব লিয়াকত খান .সদর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম হোসেন বাদল, শ্রমিক পার্টির সদস্য সচিব জামাল হাওলাদার, মাদারীপুর পৌর কমিটির আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম খান জাতীয় যুব সংগতির আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।
Leave a Reply