নুসরাত জাহান আনিকা, মাদসরীপুরঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করিম (রহ.) ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী (রহ.) -এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) সকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাদারীপুর সদর উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ ব্যবস্থাপনায় এবং সদর উপজেলা সভাপতি মুহাম্মাদ হাফিজুর রহমান মাহমুদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস ও যোগাযোগ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান সেরনিয়াবাত (আসলাম)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাদারীপুর পৌর শাখার সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা মহান দুই মনীষির জীবনে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দর্শনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সদর উপজেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল বলে জানা যায়।
Leave a Reply