হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকাল সাড়ে ৫ টার সময় জাগো বাঙালি ধর্ষণের বিরুদ্ধে এই শ্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছাত্রনেতা হাসানুজ্জামান হাসান, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন শিহাব শাহরিয়ার সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর যুব উন্নয়ন সংস্থা,ওমর আলী সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ ও সভাপতি লক্ষ্মীপুর জামে মসজিদ, মোঃ আইনুদ্দিন উদ্দিন শেখ, মোঃ আমিরুল মন্ডল, সজীব, রনক, শুভ, ইমন, সবুজ সামাদ দুঃখে ও লক্ষ্মীপুর যুব উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply