নিজস্ব প্রতিবেদকঃ: যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত শ্রমিকের বাড়ি থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল স্থলবন্দরের পাঁচ নং গেটের সামনে অব্দুর রশিদের বাড়ি থেকে ২০টি তাজা ককটেল জব্দ করা হয়।
এলাকাবাসী বলেন, এ বাড়ির দ্বিতীয় তালায় বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকরা ভাড়া থাকে। সকালে বিজিবি অভিযান চালিয়ে বাড়ি থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করেছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বন্দরের পাঁচ নাম্বার গেটের সামনে অব্দুর রশিদের বড়ির দ্বিতীয় তালার টয়লেটের মধ্যে ককটেল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির দ্বিতীয় তালায় অভিযান চালিয়ে টয়লেটের মধ্যে থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করা হয়েছে। এসময় সেখানে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ কৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply