মোঃ শাহাব উদ্দিন উখিয়া উপজেলার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বারসহ ৩জন পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ছৈয়দ আহমদের ছেলে মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল হকের ছেলে মামুনুর রশিদ (১৮), একই এলাকার ছৈয়দ নূরের ছেলে নুর মোহাম্মদ (৩৬)। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বার জব্দ সহ ৩জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫ কোটি ৩০ লক্ষ টাকা। তিনি আরো বলেন, জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply