মহি উদ্দিন আরিফ নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ সদর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। আজ ৬ ডিসেম্বর ২০২০ সকালে পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রসাসক। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুদিগাঁওসহ অন্যান্য এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন ও নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার (ভূমি) জনাব আরিফ আদনান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জনাব জহিরুল আলমসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply