চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুশাসনের জন্য নাগরিক সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সুজনের অস্থায়ী জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সুজনের নব নির্বাচিত সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় জেলা সুজনের ভবিষ্যত পরিকল্পনা ও দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেনজেলা সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।
জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাসিদুর রহমান মাসুদের সঞ্চাচলায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রবিউল আলম টুটুল, যুগ্ম সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, প্রচার সম্পাদক আবু হানজালাসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, সদর উপজেলা সম্পাদক জারিফ হোসেন, জেলা সদস্য মুনির, জসিম, জাকারিয়া, জমসেদ আলী, মরিয়ম খাতুন প্রমুখ। মতবিনিময় সভায় নব-নির্বাচিত সভাপতি আসলাম কবিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন কর্মসুচী গৃহিত হয়। শেষে প্রয়াত জেলা সভাপতি মরহুম এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Leave a Reply