হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় আলুকদিয়া বাজার ও ভালাইপুর মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জন ব্যাক্তিকে তিন হাজার সাতশত পঞ্চশ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার ৫ ডিসেম্বর বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় ৬ জন ব্যাক্তির কাছে নগত ৩৭৫০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার ও ভালাইপুর মোড়ে পথচারী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, অফিস সহায়ক মোঃ আরমান আলী সহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চৌকস টিম।
Leave a Reply