monetag
মো.সবুজ রানা টাংগাইল জেলা প্রতিনিধি
নাগরপুর-টাংগাইল রোডে আজ শনিবার(৫ ডিসেম্বর ) সকাল ১১.০০টার সময় ফায়ার সার্ভিস অফিসের সামনে মাটির ট্র্যাফে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিহত হয় সিএনজি চালক সেন্টু মিয়া(৩২)১জন আহত হয় ৪ জন। আহতদের নাগরপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান এই অবৈধ ট্র্যাফে ট্রাক্টর বেপরোয়া গতিতে রাস্তায় চলে। অভিজ্ঞতা ছাড়া চালক দিয়ে চালানো হয়। নেই কোন ধরণের লাইসেন্স। নেই চলার জন্য রোডে কোন অনুমোদন। আইনের তোয়াক্কা দিয়ে চলে আসছে অনেক দিন যাবৎএই অবৈধ ট্র্যাফে ট্রাক্টর। এতে করে প্রায়ই সময় ঘটছে দুর্ঘটনা।
Leave a Reply