হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী দামুডহুদা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন কঠোর পুলিশি নিরাপক্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (০৪ ডিসেম্বর ) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সাংবাদিকদের মূল্যবান ভোটধিকার প্রয়োগের মাধ্যমে সাংবাদিক সমাজ তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন। এ নির্বাচন কে ঘিরে জেলা ও উপজেলার উৎসুক সাংবাদিকদের পদচারনায় মূখরিত হয়েছে দামুড়হুদা প্রেস ক্লাব অঙ্গন। চলেছে পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সরব প্রচার প্রচারণা।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার দামুড়হুদা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়ছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দামুড়হুদা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিরতিহীন ভাবে একটানা ভোট গ্রহণ চলেছে। সভাপতি পদে বিজয়ী হয়েছেন এম,নুরুন্নবী, সিঃ সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোজাম্মেল শিশির, সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বখতিয়ার হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক শরীফ রতন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, অর্থ সম্পাদক সমশের আলী,দপ্তর সম্পাদক আঃলতিফ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাজিদ হোসেন সোহাগ, ক্রিয়া সম্পাদক বিল্লালহোসেন,প্রচার ও প্রকাশনী সম্পাদক সালেকিন মিয়া সাগর,নির্বাহী সদস্য আহাদ আলী, এ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন নির্বাচনী উপ-পরিষদের আহবায়ক এড.আসাদুজ্জামান মিল্টন, যুগ্ন-আহবায়ক আঃসালাম ও জাহিদুর রহমান মুকুল।
Leave a Reply