monetag
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিহত ট্রাকের হেলপার রংপুরের পীরগঞ্জ উপজেলার শমসের হাট গ্রামের মো. রতন মিয়ার মিয়ার ছেলে মো. চুন্নু (৩২), রংপুরের পিরগঞ্জ উপজেলার ধলনাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪), একই গ্রামের পারভেজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩১), হরিরামপুরসাহাপুর গ্রামের নুলু খানের মেয়ে নুরুন্নাহার (১৬), একই গ্রামের সোবহানের ছেলে শওকত (১২) এবং পিরগঞ্জের ইসহাক মন্ডলের ছেলে হান্নান (৫০)। আহতরা হলেন, বাসের যাত্রী রংপুরের পিরোজপুর উপজেলার জাহাঙ্গীরবাগ গ্রামের রওশন আলীর স্ত্রী রেশমী বেগম (২০), একই উপজেলার কদরপাড়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী চন্দ্রনা, আশবাড়ী গ্রামের মো. পলাশ মিয়ার ছেলে মো. পারভেজ (১২), পিরোজপুর উপজেলার উপজেলা হরিরাম শাহাপুর গ্রামের এমদাদুলের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৭) ও রাজশাহীর বোয়ালী উপজেলার মতিয়া বিল গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. রিদয় মিয়া (২২)। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যদের নাম পাওয়া যায়নি। গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কূর্নী এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। পরে একই দিক থেকে ঢাকাগামী সবজি ভর্তি এক ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুজন নিহত হন। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার ইমরান চৌধুরী জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বাকিরা শঙ্কামুক্ত রয়েছে। তারা সকলেই চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply