হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে একজন নারীসহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে আজ শনিবার ২৮ নভেম্বর সকাল সাড়ে ৭ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার চৌকস অফিসার এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন হঠাৎপাড়া গ্রামস্থল দর্শনা টু চুয়াডাঙ্গা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যাবসায়ি চুয়াডাঙ্গায় যাওয়ার পথে একজন নারীসহ দুইজনকে আটক করে পুলিশ। পরে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলেন দর্শনা আকন্দবাড়িয়া গাংপাড়ার মৃতঃ সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ মেহেনুর বেগম(৪৪),দর্শনার বড়দুধ পাতলা গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মিলন হোসেন (৩৪)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল।
Leave a Reply