শাহাদাৎ হোসেন টাংগাইল জেলা প্রতিনিধি
কালিহাতী পৌরসভার নির্বাচনে মেয়র পদে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির তৃণমূল নেতাকর্মী ও পৌরবাসীর দাবিতে নৌকার মাঝি হতে চান। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় প্রতিনিয়ত উঠান বৈঠক, শোডাউন, গণমিছিল, মতবিনিময়সভা ও গণসংযোগ করেছেন। গণসংযোগকালে নৌকায় ভোট প্রার্থনা করে মনিরুজ্জামান মনির বলেন, ২০০২ সালে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দ্বন্দ্বের কারণে ছাত্রলীগের রাজনীতি করায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মামলায় পরীক্ষা দিতে পারেনি। ২০০৪ সালে আওয়ামী লীগের ডাকে হরতালের মিছিলে পুলিশি নির্যাতনের শিকার ও গ্রেফতার হই। ২০০৬ ছাত্রলীগের ডাকে ও ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে নির্যাতন ও মামলায় আসামি হয়ে ২০০৮ সালে গ্রেফতার হয়েছি। ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়ে ২০০১ সাল থেকে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে ২০০৮ সাল থেকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে মসজিদ-মন্দিরে উন্নয়নের সহযোগিতা এবং করোনাকালীন ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছি। উপজেলা কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন বলেন, সবার চেয়ে জনপ্রিয়তায় শীর্ষে মনিরুজ্জামান মনির। তিনি মনোনয়ন পেলে কালিহাতী পৌরসভার মেয়র পদটি শেখ হাসিনাকে উপহার দিতে পারব। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। কালিহাতী আধুনিক পৌরসভা হিসেবে মাদক-সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।
Leave a Reply