monetag
মাগুরা প্রতিনিধি
আজ ২৬ নভেম্বর বিকেল পাঁচটায় মাগুরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাগুরা টাউন হল ক্লাবের পাশে সৈয়দ আতরআলী রোডে অবস্থিত আশা ফার্মেসির মালিক সুজয় কুমারকে চিহ্নিত মাদকাসক্তদের কাছে অবৈধভাবে ট্যাপেনডাডল ট্যাবলেট বিক্রির অপরাধে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ওষুধটি মূলত প্রেসক্রাইব রোগীদের ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, উপসর্গ হিসেবে রোগীর ঘুম ঘুম ভাব সৃষ্টি হয় যা মাদকসেবীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছিল। সম্প্রতি সময়ে ফার্মেসি মালিকদের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাঁড়াশি অভিযান শুরু করেছে। উক্ত অভিযানে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষ থেকে নেতৃত্ব দেন উপ-পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ ওমায়েদ ও সাথে ছিলেন পরিদর্শক আব্দুর রহিম, এসআই আতাউর রহমান ও এসআই ইকবাল সহ অনেক। আশা ফার্মেসির মালিক সুজয় কুমারের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন ৬ এর ৬/১১/২০২০ মামলা দায়ের করা হয়েছে। এদিকে সাধারন জনগন মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক কর্মকাণ্ড কে সাধুবাদ জানিয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply