মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীর কর্মককর্তাদের ভূমিকা শীর্ষক কর্মশালা মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের প্রশিক্ষণ কেন্দ্রে আজ সকাল ১১ টা হতে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাহবুব হাসান, জনাব আবদুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অপরাধ), মাদারীপুর, জনাব এহসানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল), মাদারীপুর, জনাব আবির হোসেন, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল অফিস, মাদারীপুর। এমএলএএ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক এডভোকেট ফজলুল হক, প্রধান সমন্বয়কারী এডভোকেট খান মোঃ শহিদ। কর্মশালায় মাদারীপুর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পরিদর্শক, মহিলা ও শিশু ডেস্কে কর্মরত পুলিশ বিভাগের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট খান মোঃ শহীদ, এডভোকেট মোঃ ইব্রাহিম মিয়া ও এডভোকেট মুনির হাসান মিঠু। কর্মশালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ মাদারীপুর জেলা এবং এমএলএএ যৌথভাবে কার্যক্রম আরো জোড়দার করার বিষয়ে অংগীকার ব্যক্ত করে।
Leave a Reply