নুসরাত আনিকা মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর পুরাতন জেলখানার কোনায় গতকাল সোমবার রাতে আনুমানিক ৩ টার দিকে আগুন লেগে একটি ব্রয়লার মুরগির দোকান ও ৩টি মুদিদোকান দোকান পুড়ে যায়। দোকানে থাকা প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার । ক্ষতিগ্রস্তরা জানান গতকাল রাতে আনুমানিক রাত ৩:টার দিকে স্থানীয় এক লোক ফোন করে জানান দোকানে ভয়াবহ আগুন লেগেছে। এসেদেখি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ভিতরে থাকা মালামালও কিচু সব পুরেগেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্ট করে ও পারেনি দোকানের মালামাল রক্ষা করতে ।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় আগুন নেভানো হয়। এসময় দোকানের ভেতরে থাকা মালামাল পুরে যায়। স্থানীয়দের কাছে আগুন কিভাবে লাগছে জানতে চাইলে বলেন আমরা দেখিনি কিভাবে আগুন লাগছে। ক্ষতিগ্রস্তপরিবার জানান , সঠিক তদন্তের মাধ্যমে আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখার জোর দাবি করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার সরকার কাছে আর্থিক সাহায্য দাবি করেন। এঘটনার খবর পেয়ে হাফিজুর রহমান যাচ্চু খান(নানা) ঘটনার স্থানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের কে আর্থিক সাহায্য করে নতুন করে ব্যবসা শুরু করার জন্য তাদের পাশে থেকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।
Leave a Reply