হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
রংপুর জেলায় পুলিশে কর্মরত জনাব মোঃ আহাদ হোসেন এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় মঙ্গলবার ২৪ নভেম্বর র্যাংক ব্যাচ পরিধান করালেন…. বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (বার) পিপিএম_পুলিশ_সুপার_রংপুর। এসময় র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মধুসূদন রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ(, রংপুর, জনাব মোঃ আরমান হোসেন পিপিএম, সহকারী পুলিশ সুপার ডি- সার্কেল, রংপুর।
Leave a Reply