মোঃ ইসরাফিল ইসলাম, নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর-২০২০ বৃহস্পতিবার বিকালে উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসন-৪৩ (নাটোর-নওগাঁ) আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। এসময় আরোও উপস্থীত ছিলেন – নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিনা খাতুন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, নারী বিষয় কর্মকর্তা শাহিনুর রহমান , ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার মিনা , ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল হোসেন প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে এমপি রত্না আহম্মেদ বলেন, শেখ হাসিনার সরকারের আমলে কোন প্রকার অন্যায়কারী, চাঁদাবাজ , দূর্নীতিবাজ , ইভটিজার ও ধর্ষকের কোন জায়গা নেই – কোন ক্ষমা নেই। তিনি আরও বলেন সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে নারীপুরুষ নির্বিশেষে আপনাদের সকলের অংশ গ্রহণ প্রয়েজন।
Leave a Reply