নিজস্ব প্রতিবেদকঃ রাজাপুরে স্বাস্থ্য বিধি মেনে ঝালকাঠি নাগরিক ফোরামের রাজাপুর শাখার উদ্যোগে দেড় শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা পত্র ও গরীব রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। সোমবার রাজাপুর উপজেলা সদরের বাজার রোডে ইসলামিয়া ফার্মেসীর ২য় তলায় রাজাপুর নাগরিক ফোরামের অফিস কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগী দেখে চিকিৎসাপত্র দেন বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো. শামিম আহম্মেদ। উল্লেখ্য, সোহাগ ফাউন্ডেশন সহায়তায় এলাকার অস্বচ্ছল রোগীদের ফ্রি ঔষধ বিতরন করেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি ও রাজাপুর সোহাগ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব সোহাগ। অসহায় -দূ:স্থ রোগিরা চক্ষু চিকিৎসার সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply