নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় শেখ মজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে । নলডাঙ্গা পৌরআওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির পক্ষ হতে উপজেলা পাটি অফিসের সামনে এই চারা বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়। সবুজ প্রকৃতি গড়ার লক্ষে নলডাঙ্গা পৌরসভার বাসিন্দাদের মাঝে পর্যায়ক্রমে এক হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানান মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির । এসময় মনির আরও বলেন – নলডাঙ্গা পৌরসভাকে সবুজে সাজাতে আমার ব্যাক্তিগত তহবিলে গাছের চারা বিতরণের এমন কর্মসূচি হাতে নিয়েছি , আগামিতে এটা চলমান থাকবে । এসময় আরও উপস্থীত ছিলেন – নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর , উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক (প্রস্তাবিত) আব্দুর রাজ্জাক , পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রহিদুল ,প্যানেল মেয়র টিটুল , ওয়ার্ড কমিশনার বাহারুদ্দিন’সহ প্রমুখ ।
Leave a Reply