শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি

বাগেরহাটে আয়শা আবাসিক হোটেল ও রেষ্টুরেন্টের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৮০২ Time View

রণিকা বসু(মাধুরী) বিশেষ প্রতিনিধি: বাগেরহাট সদরের জনবহুল এলাকা সকলের পরিচিত শহরের মধ্যস্থানে চলছে রমরমা দেহ ব্যবসা প্রশাসনের নাকের ডগায়৷আয়শা আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায়,আয়শা হোটেল এর মালকিনি বসে আছে একজন কাষ্টমারের সাথে এবং দরদাম ঠিক করছেন৷সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে কাষ্টমারকে চলে যেতে বলেন৷সংবাদকর্মীরা যখন খোঁজ খবর নেয় সেখান থেকে পেশাদার একজন নারী যৌনকর্মীকে পাওয়া যায়।জরিনা (ছদ্মনাম)বলেন দীর্ঘদিন তিনি সেখানে আছে ও তার বাড়ি খুলনা৷আয়শা আবাসিক হোটেল ঘুরে সংবাদকর্মীরা সেখানে রাখা ব্যাগ থেকে বিপুল পরিমান সরকারী জন্মবিরোধী কনডম খুঁজে পান৷সরকারী জন্মবিরোধী কনডম সেখানে কেন আছে তা জানতে চাইলে মালকিনি আয়শা তিনি বলেন ছোটবাচ্চারা খেলাধুলা করে৷ সরকারী জন্মবিরোধী কনডম নিয়মের বাহিরে বিক্রি করা হয় প্রতি পিচ ২০ টাকা করে। সরকারী পন্যে গায়ে লিখা থাকে বিক্রি আইনগত দন্ডনীয় অপরাধ।আর সেখানে এই সরকারী পন্য অবাধে বিক্রি ও আইন বিরোধী কাজে ব্যবহার হোচ্ছে৷একদিকে যেমন সরকারী জিনিসের অপব্যবহার হোচ্ছে অন্যদিকে সমাজ যাচ্ছে রসাতলে৷অবাধে বহিরাগত ও স্থানীয় ছেলে ও মেয়েরা এসে হোটেলে অবৈধ্য কার্যকালাপ করেন৷আর এর মদক দিচ্ছেন আয়শা আবাসিক হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালকিনি,রেখেছেন নিজস্ব যৌনকর্মী৷এই অবৈধ্য যৌন কাজ করার জন্য বাগেরহাট সদরের তরুন সমাজ নষ্ট হোচ্ছে৷নষ্ট হোচ্ছে আশেপাশের পরিবেশ৷প্রশাসনের হস্তক্ষেপ চান প্রতিবেশীরা যেন এমন জঘন্য ন্যাক্কারজনক কাজকর্ম বন্ধ করা হয় দ্রুত৷এবং স্বাভাবিক ভাবে এলাকার মানুষ যেন সন্মানের সাথে চলাফেরা করতে পারে৷প্রশাসনিক পদক্ষেপ নেয়া হলে আয়শা আবাসিক হোটেল ও রেষ্টুরেন্টে এমন অবৈধ কাজকর্ম বন্ধ হবে এবং তরুন সমাজ ধংসের হাত থেকে রেহাই পাবে৷

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category