হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : দামুড়হুদা উপজেলার “আমাদের গ্রাম বিষ্ণুপুর” ফেইসবুক কমিউনিটির পক্ষ থেকে বিষ্ণুপুর গ্রাম নিয়ে ফটো কনটেস্ট- ২০২০ এর বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টার সময় বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ” আমাদের গ্রাম বিষ্ণুপুর “ফেইসবুক কমিউনিটির” পক্ষ থেকে বিষ্ণুপুর গ্রাম নিয়ে ফটো কনটেস্ট- ২০২০ এর বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ মামুন মজিদ, এছাড়া আরো উপস্থিত ছিলেন আলী আহম্মেদ, সজিব আহম্মেদ, আবু সাইদ রতন, আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী শেষে বিষ্ণুপুর গ্রামের উন্নয়ন ও তরুন যুবকদের ভাল চরিত্র ও পড়াশুনা ক্যারিয়ার নিয়ে গভীর তাত্বিক সুন্দর উপদেশ মূলক আলোচনা করেন মামুন মজিদ। অসংখ্য ধন্যবাদ ও প্রানভরা ভালবাসা আমাদের গ্রাম বিষ্ণুপুর কমিউনিটির এডমিন প্যানেল কে এমন প্রানবন্ত একটি আয়োজনের জন্য। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা পরিচালনা করেন শেখ সাগর।
Leave a Reply