বায়েজিদ শেখ গোপালগঞ্জ প্রতিনিধিঃ মহামারী করোনা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্যে অন্যতম একটি বিশেষ পদক্ষেপ হচ্ছে অনলাইন ভিত্তিক শিশু আড্ডা। করোনা মহামারী শুরু থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ধারাবাহিক ভাবে এই অনলাইন ভিত্তিক ‘হ য ব র ল’ নামক শিশু আড্ডা কার্যক্রম চলে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ২৫ সেপ্টেম্বর,২০২০ শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘হ য ব র ল’ শিশু আড্ডার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত শিশু আড্ডায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা সহ গোপালগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীবৃন্দ তারা তাদের নিজ নিজ বাসায় অবস্থান করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই তাদের পরিচয় প্রদানের পাশাপাশি, কবিতা আবৃতি, সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন আনন্দ-বিনোদনমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়েই অনুষ্ঠানটি শেষ হয়। এছাড়া জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজেই ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে হাসি,বিনোদন এবং তাঁর শিশুস্নেহ সুলভ ব্যবহার দ্বারা কোমলমতি শিক্ষার্থীদের মনে চাঞ্চল্যকর উৎসাহ সৃষ্টি করেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই করোনা পরিস্থিতির মধ্যে কোমলমতি শিক্ষার্থী বৃন্দ কিভাবে তারা তাদের সময় পার করছে এটা জানা এবং তাদেরকে মানসিকভাবে উৎফুল্ল রাখার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। কেননা দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিশুরা যাতে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে না পড়ে, তাই তাদের মানসিকভাবে শক্তিশালী করে রাখার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম এর আয়োজন করেছি। তিঁনি আরো বলেন, যদিও এই প্লাটফর্মের আওতায় আমরা সীমিত কিছু শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে পেরেছি, কিন্তু যেহেতু আমাদের এই কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, সেহেতু সমস্ত শিক্ষার্থীরা এটা দেখে উৎসাহিত হচ্ছে বলে আমরা মনে করি। অনুষ্ঠানের ধারাবাহিকতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিঁনি বলেন, আমাদের এই শিশু আড্ডা কার্যক্রম যতদিন না পর্যন্ত করণা পরিস্থিতি ভালো হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ততদিন পর্যন্ত চালু থাকবে বলে আমরা আশা করছি।
Leave a Reply