স্বপন চন্দ্র রায় পার্বতীপুর প্রতিনিধি : বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় (এডিপি) আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ৭৫টি সেলাই মেশিন, প্রতিবন্ধি ও পঙ্গু ব্যক্তিদের মাঝে ২৫টি হুইল চেয়ার বিতরন করা হয়েছে। বিতরন অনুষ্ঠান উদ্ভোধন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে এ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম ফারুক, মন্মথপুর ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী প্রমুখ।
Leave a Reply