আরিফুর রহমান সিনিয়ার স্টাফ রিপোর্টারঃ মাদারীপুর কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মোহন চন্দ্র দাশ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে এলাকাবাসীর তোপের মুখে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে উদ্ধারের পর আটক করে হোসেনপুর থানায় নিয়ে যায়। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত মোহন চন্দ্র দাশ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নরেন্দ্র চন্দ্র দাশের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোহন ২০১৩ সালে কিশোরগঞ্জ শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে মার্কেটিং এ মাস্টার্স পাশ করে বাড়িতেই প্রাইভেট পড়াতো। সোমবার (৯ নভেম্বর) শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সময় কথা প্রসঙ্গে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সে কটূক্তি করে। শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয় এক মাদরাসার শিক্ষকদের জানান। পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে সোমবার (৯ নভেম্বর) দিনভর গোবিন্দপুর বাজারসহ আশপাশের লোকজন জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে মোহন দাশের বিচার দাবি করেন। রাতে এলাকাবাসী মোহন দাশের বাড়ি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে রাতেই হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে মোহন দাশকে আটক করে থানায় নিয়ে যায়। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) নূর ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্তকে মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply