নিজস্ব প্রতিবেদকঃ নাচোলে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রয়েল বিশ্বাসের সাথে মহিলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামী যুবলীগের নেত্রীবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নাচোল উপজেলা শ্রমিকলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নাচোল মহিলা আওয়ামী লীগের সভাপতি শ্রীমতি রঞ্জনা রানীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামীমা ইয়াসমিন লিপি,উপজেলা আওয়ামী মহিলা লীগের সদস্য রোজিনা খাতুন, ১নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলালীগের সভাপতি তানজিলা খাতুন ও নাচোল পৌর আওয়ামী মহিলালীগ ও যুব মহিলালীগের বিভিন্ন নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। এসময় রয়েল বিশ্বাস জানান, আগামীতে কেন্দ্র আমাকে সুযোগ দিলে আমি মহিলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের জাতীয় ও দলীয় কর্মতৎপরতা বাড়াতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
Leave a Reply