শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:২১ অপরাহ্ন

সম্প্রীতি বাংলাদেশের অধীনে ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দর্শন’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ১২১ Time View

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের   জন্মশতবর্ষে তাঁর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে  অনুষ্ঠিত অসাম্প্রদায়িক এ অনুষ্ঠান হয়েছে এক ‘আন্তর্জাতিক ওয়েবিনার’। ‘সম্প্রীতি বাংলাদেশ’ ও ‘ইনস্টিটিউট অব সোশ্যাল এ্যান্ড কালচারাল স্টাডিজ’-এর যৌথ উদ্যোগে ৮ নভেম্বর, রোববার (ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) এটি অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক  ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানটি  সঞ্চালন করেন।

ওয়েবিনারে বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান এবং রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.)।
ভারতের পক্ষে আলোচনায় অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী ও বিধায়ক ড. রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বিএসএফের সাবেক ডিআইজি সমীর কুমার মিত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী।

ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের রাজনীতি এবং অসাম্প্রদায়িকতা ও ধর্মরিপেক্ষতা রক্ষায় বাংলাদেশ ও ভারত কোন পথে এগোচ্ছে এসব বিষয়ে আলোচকরা আলোকপাত করেন। সবশেষে “ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ”-এর পক্ষে অরিন্দম মুখার্জী ও ”সম্প্রীতি বাংলাদেশ”-এর পক্ষে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category