নুসরাত জাহান আনিকাঃ মাদারীপুর সম্মিলিত ওলামা পরিষদ মাদারীপুরের উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সাহেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর ইমাম মোয়াজ্জেন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম, মাওলানা নেছার উদ্দিন, পশ্চিম মাঠ দক্ষিণপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবীর, চার নাস না মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুস সোবাহান খান ,পশ্চিম মাঠ সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মহিউদ্দিন তাজীম, মাওলানা একরাম বিন নুর মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন, খামারবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ শিব্বির আহমেদ মাদারীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, আওয়ামীলীগ নেতা আফম ফুয়াদ, মাদারীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ খালিদ হোসেন ইয়াদ সহ আর স্থানীয় ওলামাকেরাম প্রমুখ নেতৃবৃন্দ । ৮ নভেম্বর আজ রবিবার বিকাল ৩টায় ইটেরপুল সংলগ্ন রেন্ট-এ-কার চত্বর মার্কেটের সামনে থেকে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর পৌরসভা ঈদগাহ ময়দানে এসে মাদারীপুর পৌরসভা ঈদগাহ ময়দানে হাজরাপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক সাহেবের মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়। সম্মিলিত ওলামা পরিষদ মাদারীপুর এর বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ফ্রান্সে নবী করিম (সঃ)কে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানান এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট ও বিশ্ব মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান
Leave a Reply