নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা রুহুল আমীন৷ তিনি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব। শনিবার দুপুরে কার্যকরী সভায় তাকে সম্পাদক নির্বাচিত করে সমিতির সদস্যরা। আজ শনিবার সকাল সাড়েটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিংড়া ডায়বেটিক সমিতির কার্যকরী কমিটি গঠন কল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সমিতির সদস্যদের ভোট পান মাওলানা রুহুল আমিন। এদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাওলানা রুহুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ বিশিষ্টজনরা। এসময় রুহুল আমীন বলেছেন তিনি সদস্যদের সার্বিক কল্যানে কাজ করবেন। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Leave a Reply