monetag
মোঃ ইসরাফিল ইসলাম, নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা থানায় ট্রাফিক পক্ষ নভেম্বর – ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৫ই নভেম্বর-২০২০ ) সকাল দশটায় নলডাঙ্গা পৌরসভার মোড়ে নলডাঙ্গা থানার উদ্যোগে ট্রাফিক পক্ষ নভেম্বর -২০২০ এর উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার। ট্রাফিক পক্ষ উপলক্ষে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম মৃধার নেতৃত্বে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহণ করেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সেক্রেটারী মুশফিকুর রহমান মুকু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজমুল করিম শুকচান, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সেক্রেটারী মনিরুজ্জামান মনির, নাটোর জেলা পরিষদের সদস্য রইস উদ্দিন রুবেল সহ প্রমূখ।
Leave a Reply