নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে বেলুন উড়িয়ে ট্রাফিক পক্ষ নভেম্বর- ২০২০ এর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল দশটার দিকে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। শহরের মাদ্রসা মোড়ের স্বাধীনতা চত্বরে উদ্বোধন শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ফিরে আসে। পরে সেখানে বাস ট্রাক ও মোটরসাইকেল চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন। ট্রাফিক পক্ষ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply