কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দক্ষিণ কলাবাড়ি এলাকা থেকে ২৫০ বোতল অফিসার চয়েস ভারতীয় মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় আক্তার হোসেন (২৪) পিতা-মঈন উদ্দিন এবং বিল্লাল আহম্মদ (৩২) পিতা মৃত- আলকাছ মিয়া নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।তারা কোম্পানীগঞ্জ থানাধীন ডাকাতির বাড়ি গ্রামের বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ,এএসআই মোদারিছ মিয়া ও তাদের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আক্তার হোসেন ও বিল্লাল আহম্মদকে গ্রেফতার করে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।কোম্পানীগঞ্জ থানা থেকে মাদক নির্মূল না করা পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।
Leave a Reply