মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে জুয়ার আসরে থানা পুলিশকে অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করেছে। আজ বুধবার ভোররাতে উপজেলার নবগ্রাম এলাকার শশীকর গ্রামের একটি জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিন শশীকর গ্রামের একটি পরিত্যাক্ত ঘরে এবং আশপাশের গ্রামের স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরাও অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সনিয়ে ওই জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় মোঃ ফরহাদ ঢালী, মোঃ জাকির হাওলাদার, ফরহাদ হাওলাদার, মোঃ শহিদুল সরদার, মিঠুন রায়, আসিফ তালুকদার ও রিফাত খান নামের ৭ জন জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবগ্রাম এলাকার দক্ষিন শশীকর গ্রাম থেকে ৭ জন জুয়ারিকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply