মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌরসভার কাউন্সিল পাড়ার শুভেচ্ছা স্কুলের পিছনে দীর্ঘদিন রাস্তা সমস্যায় নাকাল ছিল এলাকাবাসী, কয়েক দশক ধরে বিভিন্ন সময়ের মেয়রদের কাছে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি। একটু বৃষ্টি হলেই ওই কাঁচা পথে কাঁদাপানি জমে থাকে, যার ফলশ্রুতিতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়তে হতো। তারই পরিপ্রেক্ষিতে আজ ৪ নভেম্বর বিকালে পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল এলাকাবাসীর সঙ্গে পথ নিয়ে মতবিনিময় করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে রাস্তা আধুনিকীকরণ ও প্রশস্তের কাজ সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর আবেদ, আব্দুল হক, খলিলুর রহমান, জাহিদ, আবুবক্কার মন্ডল, কাউন্সিলর নান্টু, ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ফেরদৌস রেজা।
Leave a Reply