monetag
মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে সর্বস্থরের ইসলাম প্রেমী মুসল্লিদের অংশগ্রহনে বাদ জুম্মা সেগুন বাগান ত্রিভুজ মাঠ মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খুলশী থানাধীন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এর সভাপতিত্বে যুব সংগঠক মোঃ ইব্রাহিম খলিল এর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দীন সাবেরী, সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দীন রশিদি, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী মাওলানা শেখ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা আরিফ উদ্দিন। এসময় বক্তারা বাংলাদেশ সরকারের সাথে ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক এবং সংসদে নিন্দা প্রকাশ সহ সকল চুক্তি বাতিল করার আহবান জানিয়ে সকল মুসলিম উম্মাহকে ফ্রান্সের সকল পন্য সামগ্রী ব্যবহার হতে বিরত থাকার জন্য আহ্বান জানান এবং ভবিষ্যতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি কোন দেশ, বা গৌষ্ঠী কর্তৃক যদি কোন অবমাননাকর ঘটনা পূণরাবৃত্তি না ঘটে সেই দিকে ইসলামী তৌহিদি জনতাকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান। বক্তারা আরো বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি যদি দেশেও এরূপ কোন ঘটনা করে তাহলে, উক্ত দোষী ব্যক্তি বা গৌষ্ঠিকে বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য জাতীয় সংসদে অবিলম্বে একটি আইন পাশ করার জন্য সরকারে প্রতি দাবী জানান। বক্তব্য শেষে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলে পরিনত হয়, সভাস্থল থেকে শুরু হয়ে ক্যান্টিন গেইট, আমবাগান, আবহাওয়া অফিস, সর্দার বাহাদুর নগর, ঝাউতলা বাজার, ঝাউতলা কলোনী হয়ে ওয়ার্লেস মোড়ে এসে সমস্ত মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন মাওলানা মাহফুজুর রহমান।
Leave a Reply