আরবের মরু কূলে আমিনার ঘরে মহানবী জন্মালেন মানবের তরে। মাতৃগর্ভে থাকা কালে পিতা পরপারে পিতামহ মুত্তালিব তাঁকে বড় করে। ছোট কালে মুহাম্মদ বিশ্বাসী ছিলেন যে কারণে খাদিজা( রাঃ) বিবাহ করেন। চল্লিশ বছরে তাঁকে খোদা ভালো বাসে জিবরাইল (আঃ) তাই ওহি নিয়ে আসে। ওহি পেয়ে মুহাম্মদ নবী রুপ পেলো আল্লহ প্রেরিত নবী ইসলাম দিলো। চাঁদের বারো তারিখ আওয়াল মাস। যে তারিখে জন্মে নবী সে তারিখে লাশ। ইসলামে বিশ্বাসীরা তুলে দুই হাত নবী সাফায়েত পেতে ডাকো দিন রাত।
Leave a Reply