নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অতিথি পাখি ও মৌসুমী পাখিসহ সব ধরনের অবৈধ পাখি শিকার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১০টায় ভোলাহাট উপজেলা পরিষদের সামনে ভোলাহাট উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ধ্রুবতারার আয়োজনে এ মানববন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি শাকিল রেজার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান দবিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুল ইমরান, ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ, ভোলাহাট ছাত্রলীগের সভাপতি বুলেট, সাধারণ সম্পাদক টুইংকেল, চাঁপাইনবাবগঞ্জ ধ্রুবতারার সাধারণ সম্পাদক আলামিন বিপু, ভোলাহাট ধ্রুবতারার সভাপতি আমানুল্লাহ সাকির, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্বের তুলনায় ভোলাহাটে পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভোলাহাটের কিছু অসাধু পাখিশিকারি চক্রের কারনে অনেক প্রজাতি এ এলাকা থেকে বিলীন হয়ে গেছে। বক্তারা আরও বলেন, সাধারণ জনগণকে সচেতন হওয়াপূর্বক প্রশাসনকে সাথে নিয়ে এ শিকারী চক্রকে আইনের আওতায় আনতে হবে। তাহলেই কেবল পাখিশিকার বন্ধ হবে। মানববন্ধনের পরেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং পরে ভোলাহাট ও চাঁপাইনবাবগঞ্জ ধ্রুবতারার মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ ও মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।
Leave a Reply