হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশের পর্যটনে মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিয়ষক চুয়াডাঙ্গা জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার অনলাইন জেলা কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার। অনলাইন জেলা কর্মশালায় দামুড়হুদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলী মুনছুর বাবু দামুড়হুদা উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি বলেন এ জনপদে পর্যটনের বিকাশ ঘটাতে দ্রুত দর্শনা টু মুজিবনগর সড়ক উন্নয়ন, দর্শনা চেকপোস্ট, কেরু এন্ড কোম্পানি, ডিসি ইকো পার্ক সহ পর্যটন শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন দামুড়হুদা উপজেলার পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
Leave a Reply