জালাল উদ্দিন: উখিয়া উপজেলা প্রতিনিধি: উখিয়া ৩ নং হলদিয়া পালং মৌলভী পাড়া ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার হেফজ বিভাগের ৪০ জন ছাত্রে চাউল ও ডাল আলু ইত্যাদী বিতরণ করা হয়। মৌলভী পাড়া ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার হেফজ বিভাগের চাউল বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সুপার জনাব মাওলানা ছুরোত আলম বলেন আমাদের মাদ্রাসাতে গরিব ও এতিম ছাত্র/ছাত্রী রয়েছে, এবং করোনা কালিন সময়ে সরকারের ঘোসানা অনুযায়ী আমাদের মাদ্রাসা বন্দ দেওয়া হয়েছিল, আবার সরকারের ঘোসানা অনুযায়ী হেফজ বিভাগ চালু করা হয়েছে, এবং হেফজ বিভাগের গরিব ও এতিম ছাত্রদের চাউল ও ডাল আলু ইত্যাদি বিতরণ করা হয়। হেফজ বিভাগের শিক্ষক জনাব মাওলানা হাফেজ ছৈয়দ আলম দৈনিক দুরন্ত’কে বলেন আমাদের মাদ্রাসাতে হেফজ বিভাগে ৪০ জন গরিব ও এতিম ছাত্র রয়েছে,এবং ছাত্ররা লেখা পড়া করতে অনেক কষ্ট হয় সেই জন্য ছাত্রদের পরিবারের জন্য চাউল ও ডাল আলু ইত্যাদি বিতরণ করা হযেছে। এবং হেফজ বিভাগের ছাত্ররা খুশিতে মেতে উঠেছে। উক্ত চাউল বিতরণে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জনাব মাওলানা ছুরত আলম,মাওলানা হাফেজ ছৈয়দ আলম, মাওলানা জমির উদ্দিন মাওলানা মোহাম্মদ হোচাইন, জনাব তোফাইল আহম্মদ
Leave a Reply