মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রামানিকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মৌখাড়া বাজার প্রাঙ্গনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র ও বনপাড়া পৌর আওয়ামীলীগ সভাপতি কে এম জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রয়াত জলিল প্রামানিক দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন।মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করেছেন আর সেজন্য তিনি জালিল ভাই থেকে জলিল নেতা নামে সর্বত্র পরিচিত হয়ে উঠেছিলেন।জলিল প্রামানিকের স্মরণে বড়াইগ্রাম পৌরসভায় একটি স্থাপনা ও রাস্তার নাম করণ করার আহ্বানও জানান বক্তারা।
Leave a Reply