মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে খাদে পড়ে একজন ও ১০জন আহত হয়েছে।বনপাড়া ফায়ার স্টেশন অফিসার আকরামুল ইসলাম ও বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর -পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চঞ্চল পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে খাদে পড়ে যায়। এতে পাবনার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী হুসনা বেগম নিহত হয়। এসময় কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোঃ জামিল হায়দার (জনি), নাটোর।
Leave a Reply