হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয়ের চুয়াডাঙ্গায় আগমনে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ১ টার সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি চুয়াডাঙ্গায় আগমনে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক, ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাই বিন আজাদ স্বস্তির, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক ফিরোজ আলী জোয়ারদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাঈম আহমেদ বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply