মুগ্ধ খন্দকার
খামহীন নীল কলমে একটি চিঠি দিয়েছিলে, তাতে তোমার হৃদয়ের কিছু গোপন তথ্য খোদাই ছিলো, তোমার এক অজানা ভালোলাগার কলাম ছিলো!
অচেনা দুস্তর মরু প্রান্তর ধরে আমি হেঁটে চলেছি, ক্ষুধা নেই , তৃষ্ণা নেই, নিদ্রা নেই আমার। যতোদূর দৃষ্টি যায় সম্মুখে আমার–
বহু মানুষের বিস্তৃতি এ পথে, সফলতার ক্রেস্ট তোমাকে পাবে!
পৃথিবীর দামী এক ক্রেস্ট পাওয়ার সন্ধানে, তোমার পথের খোঁজে আমার নিরব প্রতিযোগিতায় অংশগ্রহণ । কোনো ক্লান্তি নেই এ পথে,তোমাকে যে পেতেই হবে, আমি এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ! আমার দৃঢ়তাকে দ্বিখণ্ডিত করতে পারে এমন কোনো ধারালো অস্ত্র কিংবা বুলেট নেই এ পৃথিবীতে,এমন কোনো পরাশক্তি ও নেই, এ আমার বিশ্বাস!
তোমার অবয়ব ছায়া ধরে চলছি, তোমার কাল্পনিক স্মৃতিময় অস্তিত্ব আমার অনুপ্রেরণা! এই তো সেদিনই, তোমার বিস্ময় ভরা চোখের দৃষ্টি আমাকে অর্ধেক পৃথিবী চেনালো! একটা ক্ষীণ হাসি ছিলো তোমার মুখে, আমার মনে পড়ে! একটা হিমেল আশ্বাস আমাকে বলে আমি পাবই তোমাকে, আমি সে পথ ধরেই চলছি! এ পথে একটা অস্পষ্ট স্বর আমাকে মাঝে মাঝে লাইন ছাড়া করে ফেলে, বলে পাব না আমি তোমাকে আজীবনে…. এ পথের শেষ যদি মহাসাগরের অতলে মিশে যায়,আমি হয়ত সেখানেই পাব তোমাকে আর যদি না পাই কথা দিলাম ওপারে যাওয়ার আগে একটি স্বাক্ষর রেখে যাবো এই জগৎ এ, আমি আজও ভালবাসি তোমাকে
Leave a Reply