শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

দামুড়হুদার কুড়ুলগাছিতে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১৩৫ Time View
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯-০০ থেকে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা থানা পুলিশের এস আই মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শাহ্ মোঃ এনামুল করিম ইনু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা থানার ৪ বার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহববুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জনপ্রিয় নেতা মোঃ সরোয়ার হোসেন সরো। কুড়ুলগাছি ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সকল ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৫ শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে বিট পুলিশিং সমাবেশ প্রাণবন্ত রূপনেয়। সচেতনতা মুলক আলোচনায় মুগ্ধ হয়ে উপস্থিতিদের মধ্যে থেকে উঠে আকস্মিক বক্তব্য রাখেন দর্শনা সরকারী কলজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ও কুড়ুলগাছির সন্তান মোছাঃ সালমা খাতুন। উপচেপড়া নারী পুরুষের ভীড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষার ভুমিকা রাখেন এএসআই মোঃ শাহনী ও ইউনিয়ন পরিষদ দফাদার ও চৌকীদার বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হাশেম রেজা হাসমত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category