মো;ইমরান হোসেন শ্রীমঙ্গল প্রতিনিধিঃ বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়নে এই স্লোগানকে সামনে রেখে আজ সারা বাংলাদেশের একসাথে ও নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী এলাকাভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ ২০২০ সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনায় আয়োজন করে জেলা পুলিশ, মৌলভীবাজার। শ্রীমঙ্গল থানার, অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান। শ্রীমঙ্গল সদর 3 নং ইউনিয়নের চেয়ারম্যান শ্রী ভানুলাল রায় সহ, শ্রীমঙ্গল বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ।এই সময় প্রধান অতিথি মো.আশরাফুজ্জামান বক্তব্য এ বলেন যে আমরা যদি মা, স্ত্রী ও নিজের বোনের কথা মনে রাখি তা হলে হয়তো নারী নির্যাতন বন্ধ হবে । আরো বলেন নারী নির্যাতন বন্ধে আপনার পুলিশ আপনার পাশে। পুলিশ নারী নির্যাতন বন্ধে কঠোর ভূমিকা পালন করছে, নারী নির্যাতন বন্ধে বাংলাদেশ পুলিশ মা বোন ও সকলকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ। উক্ত অনুষ্ঠানের সভাপতি , শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালেক এর বক্তব্য এর মধ্যে দিয়ে উক্ত সমাবেশ সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply