মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত হয়েছেন বলে জানা গেছে, স্থানীয় জনতা,জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
রোববার বিকালে মাদারীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সার্বিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের
ঘটকচর নামক স্থানে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ফলে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন, আহত একাধিক। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে…
মন্তব্য করুন